Written By অনিরুদ্ধ সরকার
আসামের চা-বাগানে দীর্ঘ ২০০ বছর ধরে দাপটের সাথে ম্যানেজারি করে এসেছেন পুরুষেরা। সেই ২০০ বছরের পুরুষতান্ত্রিক ম্যানেজার পদের অবসান ঘটিয়ে প্রথম মহিলা ম্যানেজার হলেন মঞ্জুলা বড়ুয়া। ইতিহাস অনুসন্ধান করে জানা যায় ১৮৩০ সাল থেকে অসমের চাবাগান ভারতীয়দের সবচেয়ে উন্নতমানের চা পান করিয়ে আসছে। অসমের চা’য়ের খ্যাতি বিশ্বজুড়ে। অসমের চা-বাগানের শুরুর দিন থেকে বরাবরই কর্তৃত্ব পুরুষ ম্যানেজারদের। তাঁদেরই দাপট দেখে এসেছে চাবাগানের শ্রমিক, মজুর থেকে কুলি-কামিনরা। সেই দীর্ঘ প্রথাই ভাঙলেন মঞ্জুলা বড়ুয়া। তিনিই হলেন অসমের টি-এস্টেটের প্রথম মহিলা ম্যানেজার। আসামের টি-এস্টেটের পুরুষ ম্যানেজারেরা ‘বড়া সাহেব’ নামে পরিচিত ছিলেন। তেতাল্লিশ বছরের মঞ্জুলা চা বাগানের দায়িত্বে আসার পর চা শ্রমিকদের কাছে তাঁর নতুন পরিচয় ‘বড়া ম্যাডাম’ বলে। অসমের তিনসুকিয়ার মেয়ে মঞ্জুলা এমবিএ’র ছাত্রী ছিলেন। তিনি এপিজে’র একাধিক চা বাগানে ম্যানেজমেন্টের দায়িত্ব সামলেছেন। অভিজ্ঞ মঞ্জুলা তাঁর কাজের জন্য বরাবরই সমাদৃত। তিনি নতুন দায়িত্ব নেওয়ার পরই নিজে মোটরবাইক চালিয়ে প্রতিদিন ৬৩৩ হেক্টরের চাবাগান ঘুরে দেখেন, চা-শ্রমিক, কর্মচারীদের সমস্যার কথা শোনেন, কথা বলেন। আর সেকারনেই কেউ কেউ তো তাঁকে ভুল করে ‘ম্যাডামে’র জায়গায় মাঝেমাঝে ‘স্যার’ও বলে ফেলেন।
ফাইল চিত্র