Written By মনা বীরবংশী
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মধর্মে দীক্ষা দিবস উপলক্ষে ৭ পৌষ শান্তিনিকেতনের ছাতিমতলায় প্রাতঃকালীন উপাসনার মধ্যে দিয়ে এবছরের পৌষ উৎসবের সূচনা হবে। এই উৎসব এবার ১৭৫ বছরে পদার্পণ করল। অনুষ্ঠানের আচার্যের দায়িত্ব পালন করবেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই উপলক্ষ্যে আয়োজিত পৌষ মেলা এবার ১২৪ বছরে পড়ল। সংগীত এবং ব্রাহ্মমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই ব্রহ্ম উপাসনায় অংশ নেবেন আশ্রমিক, প্রাক্তনী সহ বহু সাধারণ মানুষ। এই ৭ পৌষেই শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রমের প্রতিষ্ঠা হয়।সেদিক থেকেও এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আশ্রমিকদের মতে ৭ পৌষের উপাসনাই শান্তিনিকেতনের পবিত্রতম অনুষ্ঠান।অনুষ্ঠান শেষে সকলে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গাইতে গাইতে উওরায়নে মিলিত হন। সেই পৌষ উৎসব বা মেলার প্রস্তুতিকে এখন চলছে জোর কদমে। এরই মধ্যে মেলার ষ্টল বন্টনের বিষয় প্রায় শেষ হয়ে গেছে । শান্তিনিকেতনের পূর্বপল্লীর পৌষমেলার মাঠে চলছে শেষ মুহূর্তের ষ্টল তৈরির কাজ। এবছর মেলায় সরকারি ও বে-সরকারি মিলিয়ে প্রায় ১,২৫০টি ষ্টল তৈরি হচ্ছে । থাকছে ডোকরা, পাটের তৈরি ঘর সাজাবার নানান সামগ্রী। নাগরদোলার পাশাপাশি মেলার অন্যতম আকর্ষন বিনোদন মঞ্চ। সেখানে মেলার কটা দিন মন মাতাবেন বিভিন্ন জেলা থেকে আসা বাউল ফকির শিল্পীরা। যাত্রাও অনুষ্ঠিত হবে বিনোদন মঞ্চে।
বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অর্নিবান সরকার এখবর জানিয়ে বলেন, ‘শান্তিনিকেতনের পৌষ মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগমের কথা মাথায় রেখে এরই মধ্যে জেলার পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, শান্তিনিকেতন ট্রাস্ট সহ বিশ্বভারতীর কর্মী পরিষদ। নিরাপত্তার কথা মাথায় রেখে বসানো হচ্ছে সিসিটিভি, ওয়াচ টাওয়ার, প্রায় ২,০০০ হাজারের ও বেশি পুলিশ কর্মী থাকছেন নিরাপত্তার দায়িত্বে। থাকছে অপরাধ দমন মূলক বিশেষ পুলিশের দল।’
20th December, 2018 12:43 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm