Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসকে ২-০ গোলে হারিয়ে এক নম্বরে উঠে এল লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে তারা জেতার পর ১৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪৮। তারাই এখন লিগে এক নম্বরে। শুক্রবার জুরগেন ক্লপের টিমের হয়ে গোল করলেন মহম্মদ সালাহ (১৮ মি) এবং ভার্জিল ফান ডিক (৬৮ মি)। শনিবার বার্নলেকে ৩-১ গোলে হারাল আর্সেনাল। নিজেদের মাঠে আর্সেনালের হয়ে জোড়া গোল পিয়ের এমেরিক আউবামেবং (১৪, ৪৮ মি) এবং অ্যালেক্স ইয়োবির (৯১ মি)। এই জয়ের ফলে ১৮ ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৩৭। তারা আছে পাঁচ নম্বরে।
এদিকে শনিবার হেরে গেল ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসি। সিটিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ক্রিস্ট্যাল প্যালেস। ২৭ মিনিটে গুন্দোগোনের গোলে সিটি এগিয়ে গেলেও পর পর দু গোল করে প্যালেসকে এগিয়ে দেন জেফ্রি ও টাউনসেন্ড। বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান লুকা। পর পর তিন গোল হজম করেও হাল ছাড়েনি সিটি। কেভিন দে ব্রুইন গোল করে ম্যাচ ২-৩ করেন। দিনের অন্য ম্যাচে লেস্টার সিটির কাছে ০-১ গোলে হেরে গেছে চেলসি। বিরতির পর গোল করেন জেমি ভার্দি। আর কোচ বদলের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৫-১ গোলে হারিয়ে দিয়েছে কার্ডিফ সিটিকে।