Written By দেবাশিস সেনগুপ্ত
প্রতি বছরের মতো এবছরও বিধানসভায় শুরু হল পুষ্প প্রদর্শনী। ৬৫ বর্ষের আনুষ্ঠানিক সূচনা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিধানসভার উপ মুখ্যমচেতক সমীর চক্রবর্তী, বিধায়ক অসিত মিত্র, বিধানসভার সভিব সহ ফ্লাওয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বিধানসভার এই পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে এক অংশের মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতো। নানান ধরণের ফুলের সম্ভারে সজ্জিত এই পুষ্প প্রদর্শনী সাধারণের জন্য খোলা থাকবে ২৭ তারিখ পর্যন্ত। অধ্যক্ষ বলেন, ‘ফুল ও শিশু ভালোবাসেন না এমন মানুষ নেই। প্রত্যেকের কাছে আবেদন, যার যতটুকু সামর্থ সেটুকু জায়গাতেই ফুলের গাছ লাগান।’
ছবি নিজস্ব
24th December, 2018 05:57 pm