Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
জলে ডুব দিয়েই নতুন বছরকে স্বাগত জানালেন এক যুবক। মঙ্গলবার দুপুর ১২.১০ নাগাদ বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী প্রাচীন লালবাঁধ-এর জলে ডুব দেন তিনি। লালবাঁধের পাড়ে তা দেখতে উপচে পড়ে ভীড়। যুবকের নাম সদানন্দ দত্ত। তিনি বিষ্ণুপুর শহরের বাহাদুর গঞ্জের বাসিন্দা। নিয়মিত সাঁতার দিতেই ভালোবাসেন তিনি। তাঁর এই অভিনব প্রয়াস শুরু হয় ২০১৬ সাল থেকে। ২০১৬ সাল থেকেই তিনি নতুন বছরকে স্বাগত জানান ডুব দিয়ে। তখন থেকেই তার ডুব দেওয়ার যাত্রা শুরু।তাঁর ৪তম বর্ষ পূর্ন হল ২০১৯ সালকে বরণ করার মধ্য দিয়ে। নতুন বছরকে স্বাগত জানান কনকনে ঠান্ডায় বাঁধের জলে ২০১৯ টা ডুব দিয়ে। দুপুর ১২টা ১০ মিনিটে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী প্রাচীন লালবাঁধ এর জলে ডুব দেওয়া শুরু করেন এবং ৪৮ মিনিটের মধ্যেই ২০১৯ টি ডুব দিয়ে নতুন বর্ষকে বরণ করে নিলেন বিষ্ণুপুরের ওই যুবক।যার সাক্ষী হয়ে থাকল অগণিত মানুষ। এলাকা বাসী ওই যুবককে পানকৌড়ি নামে সম্মোধনও করলেন। সদানন্দ বলেন, তাঁর লক্ষ্য বিশ্বকে জয় করার।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm