Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
অবশেষে চাঁদের অপর প্রান্তে নামল চিনের মহাকাশ যান 'শাঙ্গে ৪'। নিজের অক্ষরেখায় ১৩ ডিগ্রি কোণ করে পৃথিবীকে অতিক্রম করে চাঁদ। এই কারণে পৃথিবী থেকে চাঁদের শুধু একটি পিঠই দেখা যায়। ফলে চাঁদের ওপর পিঠের রহস্য বরাবরই অজানা পৃথিবীবাসীর কাছে। তাই চিন গত বছর ৮ ডিসেম্বর, তাদের তৈরি মহাকাশ যান 'শাঙ্গে ৪' কে চাঁদের উদ্দেশ্যে পাঠায়। এরপর ৩ জানুয়ারি, চাঁদের অপর প্রান্তে নেমেছে 'শাঙ্গে ৪' মহাকাশ যান। এই অভিযানের মুখপাত্র ইউ গুয়োবিন জানিয়েছেন, এই মহাকাশ যানটি এমন একটি জায়গায় নেমেছে যেটি পৃথিবীর যে কোনো রেডিও সিগন্যাল থেকে মুক্ত। তিনি আরও জানিয়েছেন, এর ফলে জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় আরও সুফল মিলবে এবং চাঁদের সম্পর্কে আরও অজানা তথ্য জানা যাবে। এই সাফল্যের প্রেক্ষিতে চিনের মহাকাশ এজেন্সি 'চিন ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন' থেকে বলা হয়েছে, মানব জাতি ও মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এটি একটি নতুন অধ্যায় হিসাবে চিহ্নিত হবে।
ছবি সৌজন্যে : দ্য ওয়াসিংটন পোস্ট,
CNSA
6th March, 2021 11:13 pm
6th March, 2021 10:38 pm
6th March, 2021 07:54 pm
6th March, 2021 07:25 pm