Written By শাজাহান আলি
ঘাটালের দিক থেকে মেদিনীপুর আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বেপরোয়া বেসরকারি বাস। ঘটনায় আহত হয়েছেন ৭জন। শনিবার সকাল ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত পঞ্চমী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটালের দিক থেকে প্রচণ্ড গতিতে যাচ্ছিল। পঞ্চমীতে রাজ্য সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি গাড়িকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এই ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীরা অনেকেই জখম হন। পাশাপাশি গ্রামের বাসিন্দারা ছুটে এসে জখমদের উদ্ধার করেন। পরে তাঁদের কেশপুর ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।