Written By শাজাহান আলি
মাটি খুঁড়তেই মিলল রুপোর কয়েন। আর তা লুঠতে গ্রামবাসীদের হুড়োহুড়ি।পরিস্থিতি সামাল দিতে ডাকতে হল পুলিশকে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে হাড়িমারা গ্রামের স্থানীয় এক বাসিন্দা তিমির সিংহ মহাপাত্র’র পুরনো মাটির বাড়ি ভেঙে নতুন বাড়ির তৈরির উদ্যোগ নিয়েছিলেন৷তাঁর বাড়ি ভাঙার সময় মজুররা যখন কাজ শুরু করেন তখন মাটির তলা থেকে বের হয় পুরনো কয়েন। সেই খবর ছড়িয়ে পড়তেই তা লুঠতে গ্রামবাসীরা হুড়োহুড়ি ফেলে দেয় ৷ পরিস্থিতি এমনই হয়ে দাঁড়ায় যে তা সামাল দিতে ডাকতে হয় পুলিশকে ৷ পুলিশ কয়েনগুলি খতিয়ে দেখছে। কয়েনগুলি বেশিরভাগই ১৯৪০-৪২ সালের৷ তিমির বাবু জানান, ‘আমাদের বাড়িটি পুরনো, পুর্বপুরুষেরা কোথাও কিছু রেখেছিলেন হয়তো। তবে সেগুলি সত্যিই কী ধাতুর তা জানিনা৷ গ্রামবাসীরা অনেকগুলো হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন ৷ দেখবো সেগুলি কিসের।’ গোয়ালতোড় থানার পুলিশ জানিয়েছে, গ্রামবাসীরাই কিছু কয়েন উদ্ধার করে সরিয়ে নিয়েছে বলে শুনেছি ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷