Written By দেবাশিস সেনগুপ্ত
সরকার পক্ষ বিরোধীদের বিধানসভায় বলতে দেয় না। বিরোধীদের কোনও কথা বলারই সুযোগ নেই এই অভিযোগে বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষর ডাকা সর্বদলীয় বৈঠক বয়কট করল বাম ও কংগ্রেস বিধায়করা। এদিন বিধানসভায় কংগ্রেস ও বামেদের তরফে আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী যৌথ সাংবাদিক সন্মেলন করে বলেন, ‘বিরোধীদের কথা বলার সুযোগ দেয় না সরকার। তারা নিজেরাই ঠিক করে নিয়ে তা আমাদের ওপর চাপিয়ে দেয়। এরই প্রতিবাদে আজ সর্বদলীয় বৈঠক ও বিএ কমিটির বয়কট করা হল।’
নিজস্ব চিত্র।
31st January, 2019 02:45 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm