Written By অনিরুদ্ধ সরকার
৪৩তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হল বৃহস্পতিবার। বইমেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সাধন পাণ্ডে, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ প্রমুখ। এদিন স্মারক পুরস্কার তুলে দেওয়া হয় সাহিত্যিক শংকর- এর হাতে। পাবলিশার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "গুটেন বার্গ প্রকাশনা জগতে বিপ্লব এনে দিয়েছিল। আর ৭০' এর দশকে শুরু হওয়া এই বইমেলা আজ সারা বিশ্বে জনপ্রিয়।"
গুয়েতামালার সাহিত্যিক এডু মোরালেস তাঁর বক্তব্যে জানান, "তিনি তাঁর দেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুশি। মেলার কদিন গুয়েতামালার শিল্প- সাহিত্য এবং সংস্কৃতিকে তুলে ধরা হবে।" মুখ্যমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে বলেন, "বিশ্ববাংলার বিশ্বসেরা আমাদের এই কলকাতা বইমেলা। আগের বছর ২.২ মিলিয়ন লোক এসেছেন। এবছর নিশ্চয় তা বাড়বে। উৎসব মানুষকে জাগরিত করে।" এদিন মুখ্যমন্ত্রীর ৭ টি বই প্রকাশিত হয়। সল্টলেকের সেন্ট্রাল পার্কে এই কদিন বইপ্রেমীদের জন্য কার্যত উৎসবের আসর। এই বছরের থিম কান্ট্রি আমেরিকার গুয়াতেমালা। অন্যান্যবারের মত এবছরও ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, চিন, জাপান, ভিয়েতনাম, বাংলাদেশ সহ ২৬ টি দেশ অংশ নিচ্ছে এই মেলায়। এর সঙ্গে লেপচা জনজাতির সংস্কৃতিকেও তুলে ধরা হবে এই মেলায়। মোট ৬০০টি স্টল ও ২০০ টি লিটল ম্যাগাজিনের স্টল থাকছে এবারের মেলায়। সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অতীন বন্দ্যোপাধ্যায় ও দিব্যেন্দু পালিতের নামে তৈরি হয়েছে তিনটি প্যাভিলিয়ন এবং একটি গেট থাকছে সাহিত্যিক রমাপদ চৌধুরীর নামে।
নিজস্ব চিত্র