Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
টোটোর সামনেই স্টিকার সেঁটে লেখা রয়েছে, “ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রিতে পরিষেবা”। মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টোটো পরিষেবা দিতে এগিয়ে এল বাঁকুড়া স্টেশনের টোটো চালকরা। মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষাকেন্দ্রে থেকে বাড়িতে পৌঁছে দিতে বিনামূল্যে পরিষেবার হাত বাড়িয়ে দিল বাঁকুড়া স্টেশন স্ট্যান্ডের টোটো চালকরা। সূত্রের খবর, বাঁকুড়া স্টেশন স্ট্যান্ডের প্রায় ৩০-৪০ টি টোটো চালক বিনামূল্যে এই পরিষেবার উদ্যোগ নিয়েছেন। টোটো চালকদের কথায়, “ বাঁকুড়া শহরের বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে রয়েছে। ভিড়ের সময় অনেক অসুবিধার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়। সেই কথা মাথায় রেখে সঠিক সময় মাধ্যমিক ছাত্র ছাত্রীরা যাতে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে সেই জন্য এই পরিষেবা দেওয়া হচ্ছে। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাবার পথে তাঁরা যাতে কোনো সমস্যায় না পড়ে সেই কারণেই তাদের এই উদ্যোগ।”