Written By দেবাশিস সেনগুপ্ত
বেহালার পর্ণশ্রী থানা এলাকার ম্যানহোল থেকে সদ্যোজাত শিশুর ভ্রূণ উদ্ধার। সকালে পুরসভার কর্মীরা কাজ করার সময় ভ্রূণটি দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। কিন্তু কি ভাবে ম্যানহোলে আসল এই ভ্রুণ, তা নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।
4th March, 2019 12:04 pm