Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সরকারি যাত্রী বোঝাই বাস ধাক্কা দিল কালী মন্দিরে। আর এই ঘটনায় আহত হলেন ৩০ জন বাসযাত্রী। গুরতর জখম হয়েছেন ৩ জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, “ সরকারি বাসটি বাঁকুড়া থেকে পুরুলিয়া যাচ্ছিল। ছাতনা পেরিয়ে যাওয়ার সময় বাসের সামনে একটি মোটরসাইকেল এসে পড়লে মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে বাসটি ঢুকে পড়ে রাস্তার ধারের কালীমন্দিরে। ধাক্কায় মন্দিরের একাংশ ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন।” স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। আহতযাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও ছাতনা সুপারস্পেশালিটি হাসপাতালে।সূত্রের খবর, হাসপাতালে মৃত্যু হল এক বাসযাত্রীর।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm