Written By শাজাহান আলি
ঋন নিয়ে আলু চাষ করে সর্বসান্ত ৷ মাঠে গিয়ে জলে ডুবে থাকা আলুর জমি দেখে বাড়িতে ফিরে আত্মহত্যা করলেন এক কৃষক ৷ ঘটনা পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার কেশুরগেড়িয়া গ্রামের ৷ মৃত কৃষকের নাম চিত্তরঞ্জন ডোগরা(৫৫) ৷সোমবার বিকালে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ৷ বিষয়টি ক্ষতিয়ে দেখছে প্রাশাসন ৷
পশ্চিম মেদিনীপুর জেলায় আনন্দপুর থানার কেশুরগেড়িয়া গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন ডোগরা৷ পরিবার সুত্রে জানায়ায়, চিত্ত বাবু ঋন করে ৩ বিঘে জমিতে করেছিল আলু চাষ করেছিলেন ৷ ব্যাঙ্ক ও বাইরের মহাজনের কাছ থেকে মোটা টাকা ঋন নিয়েছিলেন ৷এবার আলুতে ফলন ভালো হলেও কয়েকদিনের বৃষ্টিতে মাঠে পচতে শুরু করেছে সেই আলু ৷ তাই কয়েক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সোমবার দুপুরে আলুর জমি দেখতে গিয়েছিলেন ৷ সেখান থেকে বাড়িতে ফিরে মাটির বাড়ির দোতলাতে গলায় নিজের গামছা জড়িয়ে ফাঁস লাগিয়ে নেন ৷ বিকেলের বাড়ির লোকজন খোঁজ করতে গিয়ে দেখতে পান ঝুলন্ত দেহ ৷ মৃতের বাইপো সঞ্জয় ডোগরা বলেন “ মোটা টাকা ঋন নিয়ে আলু চাষ করেছিলেন ৷ সেই ঋন মেটাতে পারবেন না বুঝতে পেরেই মাঠ থেকে বাড়িতে ফিরে এই কান্ড করেছে ৷ ” মঙ্গলবার তার দেহ ময়নাতদন্ত হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি বলেন “ বিষয়টি শুনেছি ৷ আমরা দেখছি কি কারনে মৃত্যুর ঘটনাটি ঘটেছে ৷ তবে সরকারের কাছে আলু সমস্যা নিয়ে জানানো হয়েছে ৷ সরকার পদক্ষেপ নিচ্ছে ৷”
এমনিতেই ক্ষয়ক্ষতি নিয়ে বেশ কয়েকদিন ধরেই কেশপুর সংলগ্ন অঞ্চলে চাষীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল, প্রশাসনের হস্তক্ষেপের দাবীতে। এমনকি কয়েকদিন আগেই রাস্তায় আলু ফেলে, বিষের বোতল হাতে আত্মহত্যার হুমকি দিয়েছিল আলু চাষীরা।মঙ্গলবারও বিকেলে ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল ক্ষতিগ্রস্ত চাষীরা।ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো তারা। খবর পেয়ে আসে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ।