Written By শাজাহান আলি
ফের হাতির হামলা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকে ৷ মঙ্গলবার ভোর রাতে ব্লকের বড়ডাঙ্গা এলাকায় গ্রামে ঢুকে পড়ে হাতির পাল ৷ গ্রামবাসীরা বুঝতে পেরে সতর্ক হয়ে যান ৷ হাতি গুলি খাবারের খোঁজে পরপর বিভিন্ন মাটির বাড়ি ভাঙতে শুরু করে৷ প্রায় একঘন্টার বেশি সময় ধরে গ্রামের বাড়ি গুলিতে তাণ্ডব চালিয়ে ৪টি মাটির বাড়ি ভেঙে ফেলে৷ তছনছ করেছে বিভিন্ন জিনিসপত্র৷ গ্রামবাসীরা জানান গত কয়েকদিন ধরে এই এলাকার জঙ্গলে হাতির পাল স্থায়ী ভাবে থাকছে ৷ কয়েকটি বাচ্চাও নতুন করে হয়েছে ৷ যে কারনে হাতির পাল এখানে থেকেই তাণ্ডব চালিয়ে যাচ্ছে ৷ বনদফতরের মেদিনীপুর ডিভিশনের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন,‘বাচ্চা হয়ে যাওয়ার কারনে হাতির পাল সেখান থেকে দ্রুত সরতে চাইছেনা ৷ তাই লোকলয়কে সাবধান করে হাতি গুলিকে ধীর গতিতে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।’