Written By শাজাহান আলি
পশ্চিম মেদিনীপুর জেলার যুব তৃনমূলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রাথমিক প্রশিক্ষণ শিবির হয়ে গেল বুধবার। মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে জেলার ২১ টি ব্লক থেকে তৃণমূল যুব কর্মীরা উপস্থিত হয়েছিলেন। এজন্য প্রতি ব্লক থেকে ৫০ জন কর্মীকে বেছে নেওয়া হয়েছিল। শিবিরে উপস্থিত হয়েছিলেন জেলার নেতৃত্বরা। উপস্থিত কর্মীদের সঙ্গে জেলা নেতৃত্ব মতবিনিময় করেন। সেই সঙ্গে প্রতিটি ব্লকে বিরোধীদের দ্বারা কোথায় কি ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে সেগুলি আলোচনা হয়। সবশেষে এই কর্মীদের কি কি করা উচিত, কোন পথে মোকাবেলা করতে হবে এবং নির্বাচন প্রচার এর জন্য কিভাবে এগোতে হবে সেগুলি নিয়ে রাস্তা বাতলে দেন জেলা নেতারা।