Written By শাজাহান আলি
বেপরোয়া ট্রাক্টর দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে পিষে দিল এক মোটর বাইককে। বাইক থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন বাইক আরোহী। সোমবার বেলা সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন গোপগড় এলাকায়।
ঝাড়গ্রামের দিক থেকে বাইক নিয়ে মেদনীপুর শহরে আসছিলেন সাহেব ত্রিপাঠী নামে এক যুবক। ওই সময় মেদিনীপুর শহরের দিক থেকে প্রচণ্ড গতিতে একটি ট্রাক্টর ধেড়ুয়ার দিকে যাচ্ছিল। গোপগড় এলাকায় প্রচণ্ড গতিতে ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরটি বাইক আরোহীর ওপরে গিয়ে চেপে যায়। পরিস্থিতি বুঝতে পেরে বাইক থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন সাহেব ত্রিপাঠী। ঘটনার পর ট্রাক্টর ফেলে পালায় চালক। এর জেরে অফিস টাইমে দীর্ঘ যানজট তৈরি হয় ওই রাজ্য সড়কে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। জানা গেছে, এই বাইক আরোহী নতুন গাড়ি কেনার পর মেদিনীপুর কালেক্টর অফিসে রেজিস্ট্রেশন করার জন্য আসছিলেন।তার গাড়িটি পুরোপুরি ভেঙে দেয় ওই বেপরোয়া ট্রাক্টর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই যুবক।