Written By শাজাহান আলি
পুলিশের পাইলট গাড়ির ধাক্কায় জখম হলেন ২জন বাইক আরোহী। পশ্চিম মেদিনীপুরের সভাধিপতি উত্তরা সিংহ হাজরাকে ছেড়ে মেদিনীপুরে ফিরছিল তাঁর কনভয়। শনিবার রাত ১১ টা নাগাদ ওই কনভয়ের সামনে থাকা একটি পুলিশের পাইলট গাড়ি জাতীয় সড়কের ওপরে ২জন বাইক আরোহীকে ধাক্কা মারে। গুরুতরভাবে জখম হন ওই ২বাইক চালক। তাঁদের চন্দ্রকোনা রোড গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে প্রচণ্ড গতিতে ছিল পুলিশের কনভয়ের গাড়িটি। চন্দ্রকোনা রোড এলাকাতে দ্রুত গতিতে থাকা স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই বাইক আরোহী দের। দুর্ঘটনায় জখম হয়ে তাঁরা রাস্তায় পড়ে কাতরাতে থাকলে উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হাজির হয় চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ।