Written By অনিরুদ্ধ সরকার
আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ। বাংলাদেশ সরকার ২০২০ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেকারণে বিশ্ব ডাকসংস্থার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বঙ্গবন্ধুর ওপর ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডাকবিভাগ। শুধুমাত্র বাংলাদেশই নয়, বাংলাদেশের বাইরে অন্যান্য দেশও বঙ্গবন্ধুর জনপ্রিয়তার কথা মাথায় রেখে ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ডাকবিভাগের ‘পার্সোনালাইজড ডাকটিকিট’ প্রকাশের একটি বিশেষ রীতি রয়েছে সেই রীতি মেনেই বঙ্গবন্ধুর ছবি দেওয়া ডাকটিকিট প্রকাশিত হয়েছে ব্রাজিল ও অষ্ট্রেলিয়া থেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাসের অধ্যায়। ১৯২০ র ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্ম মুজিবুর রহমানের। মুজিবুর বাঙালির কাছে একটি নাম নয়, একটি বিপ্লব, একটি আন্দোলন। মুজিবুরকে নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের ২৯ জুলাই। টিকিটের মূল্যমান ৫ রুপি এবং যার ডিজাইনার ছিলেন লন্ডনের এক প্রবাসী বাঙালি বিমান মল্লিক। বাংলাদেশ বিজয়লাভের পর ১৯৭১ সালের ২০ ডিসেম্বর একই ডাকটিকিটে বাংলায় ‘বাংলাদেশের মুক্তি’ ও ইংরেজিতে ‘Bangladesh Liberated’ কথাগুলিকে ওভারপ্রিন্ট করে প্রকাশ করে। এরপর দীর্ঘ বিরতির পর ১৯৯৬ সালের ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ৪ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। যে টিকিটের ডিজাইনার ছিলেন মতিওর রহমান। এরপর ১৯৯৯ এর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৫ সেট স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। পরে ২০০৮ এর ২৯ জুলাই ‘ডাকটিকিট দিবস’ উপলক্ষে একটি স্যুভেনিয়র শিট প্রকাশিত হয়— যেখানে বঙ্গবন্ধুর ছবি স্থান পায়। এই টিকিটের ডিজাইনার ছিলেন জসীমুদ্দীন। বাংলাদেশ ডাক বিভাগ ২০১৮ সাল অবধি ৪৪টি স্মারক ডাকটিকিট, ১২টি স্যুভেনিয়র শিট, ৪টি বিশেষ খাম, ৪টি বিশেষ সিলমোহর, ২টি ফোল্ডার, ৮টি এরোগ্রাম ও ৫টি পোস্টকার্ড প্রকাশ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রথম ব্রাজিল থেকে প্রকাশিত হয় বঙ্গবন্ধুর ডাকটিকিট। ২০১৭ সালে ১২টি ডাক টিকিটের একটি শিটলেট প্রকাশিত হয়। একটি কাগজে ছাপানো একাধিক ডাকটিকিট সম্বলিত ‘শিট’কে ‘শিটলেট’ বলে। ২০১৮ সালে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সেপ্টেম্বর মাসে অষ্ট্রেলিয়া থেকে প্রকাশিত হয় বঙ্গবন্ধুর ছবি দেওয়া ডাক টিকিট।