Written By শাজাহান আলি
জমি বিবাদের জেরে খুন এক প্রোমোটার। প্রমোটারের নাম-মীর হ্যাকারত(৫৮)।মীরের বাড়ি পশ্চিম মেদিনীপুরের সিপাই বাজার এলাকায়। গত ২১ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন। ২৩ মার্চ পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় মীরের নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে পুলিশ শালবনী থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে তিন যুবককে গ্রেফতার করে। তাদের জেরা করে পুলিশ জানতে পারে মীর হ্যাকারত নামে ওই ব্যক্তিকে খুন করে পুঁতে দেওয়া হয়েছে শালবনী থানার ভাদুলিয়া জঙ্গলে। মঙ্গলবার সকালে সেখানে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে পাঠানো হচ্ছে। পুলিশ জানতে পেরেছে মীর হ্যাকারত একজন জমি ব্যবসায়ী ছিলেন। সিপিএমের কেশপুর এলাকার পুরনো দাপুটে নেতা ছিলেন এই মীর। জমি ব্যবসা ও বিবাদের জেরেই এই খুন বলে পুলিশ সুপার অলক রাজোরিয়া জানিয়েছেন।