Written By শাজাহান আলি
‘আদিবাসীদের বনবাসী বানাচ্ছে বিজেপি, এর বিরুদ্ধে সরব হয়ে জবাব দিন’ বলে বৃহস্পতিবার সোচ্চার হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবলীনা হেমব্রমের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের শালবনি বাজারে পদযাত্রা করলেন সিপিআইএম নেতা বিমান বসু। জেলা নেতাসহ প্রার্থীকে নিয়ে জঙ্গলমহলের এই এলাকায় দীর্ঘদিন পর বামপন্থীদের মিছিল দেখা গেল এদিন। শালবনি এলাকার কয়েক কিলোমিটার রাস্তা পদযাত্রা করে প্রার্থীকে নিয়ে ভোট ভিক্ষা করেন বিমান বসু।
তবে তার আগে এদিন দুপুর থেকে জেলার বাম কর্মীদের নিয়ে একটি কর্মী বৈঠক সেরে নেন মেদিনীপুর শহরের দলীয় কার্যালয়ে। এদিন শালবনিতে পদযাত্রা শেষে নিজের বক্তব্যে জঙ্গলমহলের আবেগকে অন্যভাবে উস্কানোর চেষ্টা করেন তিনি। তিনি বলেন, ‘দাঙ্গাবাজ বিজেপি জঙ্গলমহলে এসে আদিবাসীদের বনবাসী বানানোর চেষ্টা করছে। এর প্রতিবাদে আপনাদের সবাইকে গর্জে উঠতে হবে। তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে। এই গণতন্ত্র হত্যাকারীদের সরাতে আপনাদের রায় দিতে হবে।এজন্য তৃণমূলকে হটিয়ে রাজ্য রক্ষা ও বিজেপিকে হটিয়ে দেশরক্ষার জন্য সক্রিয় হতে হবে জঙ্গলমহলের বাসিন্দাদের।" এদিন দেবলীনা হেমব্রমও একই সুরে জঙ্গলমহলের আদিবাসী ও বাসিন্দাদের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘দেশের নির্বাচন, তাই কে নির্বাচিত হবে আমাদের ঠিক করতে হবে। বিজেপির সরকারের দ্বারা জঙ্গলমহলের যে অধিকার আমরা হারিয়েছি তার জন্য আমাদেরকে লড়তে হবে।তৃণমূল সরকার ২০১১ সাল থেকে এসে যে কর্মসংকট তৈরি করেছে তার বিরুদ্ধে ভোটের বাক্সে আপনাদের রায় দিতে হবে৷ যাতে বামপন্থীরা আবার ক্ষমতায় এসে গরিব মানুষের জন্য লড়তে পারে।’