Written By শাজাহান আলি
পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে একটি প্রাচীন মূর্তি উদ্ধার হল বুধবার। যা দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। শালবনী থানার গোদাপিয়াশালের কামারমুড়ি গ্রামের ঘটনা৷ স্থানীয় বাসিন্দা মোহন মণ্ডলের বাড়ির কাছে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল৷ সেই জালে উঠে আসে মূর্তিটি। প্রায় ৪ফুট উচ্চতার বেদীতে রয়েছে একটি নারী মূর্তি। বেদীর মাথাটি মন্দিরের মতো। পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে নারী মূর্তিটি। তার মাথায় রয়েছে ৭টি ফনাযুক্ত সাপ এবং তারও ওপরে রয়েছে রথের সদৃশ ছাতা। মূর্তির ডান দিকে এবং বাম দিকে দুই মেহনতী যুব পুরুষের মূর্তি রয়েছে। যাদের একজনের কাঁধে রয়েছে কোদাল এবং আরেক জনের কাঁধে রয়েছে লাঙ্গলের ফলা। মূর্তি উদ্ধারের পরেই কৌতূহলী বহু মানুষ তা দেখতে ভিড় জমান। শুরু হয়ে যায় পূজার্চনাও। খবর পেয়ে শালবনী থানার পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়। যদিও পরিবারের তরফ থেকে থানায় মূর্তিটি ফেরতের দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে মূর্তিটি আপাতত প্রত্নতাত্ত্বিক বিভাগে পাঠিয়ে দেওয়া হবে। যদি কেউ এর দাবিদার থাকেন তবে আদালতের মাধ্যমে মূর্তিটি সংগ্রহ করতে পারবেন। এরই মধ্যে পরিবারের তরফে মূর্তিটি পাওয়ার জন্য আইনি প্রচেষ্টা চালানো শুরু হয়েছে বলে জানান হয়েছে।