Written By শাজাহান আলি
বাবা মায়ের বকুনির জেরে অভিমানে আত্মঘাতী কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার বান্দিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম সাথী চৌধুরী (২০)। সে চন্দ্রকোনা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১০টা নাগাদ বাড়িতে কেউ না থাকার সময় নিজের ওড়না দিয়ে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। কৃষিকাজের সূত্রে বাইরে ছিল পরিবারের সদস্যরা। বাড়িতে এসে সাথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তাঁদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বাবা মায়ের সঙ্গে পারিবারিক গণ্ডগোলের জেরেই আত্মহত্যা করেছে সে।