Written By শাজাহান আলি
শনিবার বেলা ১২টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা করলেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। মেদিনীপুর শহরের ফেডারেশন হল থেকে বিশাল শোভাযাত্রা -ট্যাবলো নিয়ে জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে উপস্থিত হন দেব। এদিন হাজির ছিল কয়েক হাজার কর্মী-সমর্থক। জেলাশাসকের দফতরে অতিরিক্ত জেলা শাসক তথা নির্বাচন আধিকারিক প্রণব বিশ্বাসের কাছে দেব মনোনয়ন জমা করেন। এদিন দেব বলেন, “ জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আমি। তবে কাউকে ছোট করে নয়, সৌজন্যতা বজায় রেখে নির্বাচনে লড়তে চাই। আমি এখানে এক টাকাও নিতে আসিনি, বরং প্রয়োজনে নিজের পকেট থেকে টাকা খরচ করে মানুষের সেবা করতে এসেছি।গত পাঁচ বছরে যতটুকু শিখতে পেরেছি এবার জিতলে সেই অভিজ্ঞতা দিয়ে আরও ভাল কাজ করার চেষ্টা করব।” শুক্রবার ভারতী ঘোষকে টানা সিআইডি জেরা হেনস্থার অভিযোগ উঠেছিল শাসক দল ও রাজ্য সরকারের বিরুদ্ধে। এদিন ভারতী ঘোষের প্রসঙ্গ উঠলে দেব বলেন-"ভারতীদি’র প্রতি আমার শুভেচ্ছা রইল, ভালো কাজ করছেন। আইন কানুন উনি ভালোই বোঝেন, উনি ওনার মত করে চলুন। উনি যদি সিআইডি তদন্তকে পলিটিক্যালি হেনস্থা মনে করেন। তাহলে সিবিআই এর তদন্ত টা কি ছিল, সেটাও কি তাহলে পলিটিক্যাল হেনস্থা ছিল ?”