Written By দেবাশিস সেনগুপ্ত
রবিবাসরীয় প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সরেন(টুডু)। দলীয় প্রার্থীর প্রচারে শাখা সংগঠনগুলিও নেমে পড়েছে প্রার্থীর প্রচারে। রবিবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সরেন(টুডু)র সমর্থনে বিনপুর বিধানসভা কেন্দ্রের কাপগাড়ি, দুমুরিয়া, পরিহাটি, গগনাশূলি এলাকায় প্রচার ও মিছিল করল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। এদিন ভোটপ্রচারে প্রার্থী বিরবাহা সরেন ছাড়াও ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি পলাশ সাধূখাঁ, জেলা সভাপতি স্বপন পাত্র ও সঞ্জীব কোলে সহ শিক্ষক নেতৃত্ব।
21st April, 2019 03:46 pm