Written By শাজাহান আলি
মেদিনীপুর শহরে তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞার মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার শোভাযাত্রায় যোগ দিতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন দুই তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম, লালন প্রসাদ (৫২) এবং ডি মুরলি(৪২)। মেদিনীপুর সদর ব্লকের আয়মা এলাকার বাসিন্দা তাঁরা। ঘাতক লরিটিকে পুলিশ আটক করেছে, তবে চালক পলাতক। এই ঘটনার পর শোভাযাত্রা বাতিল করে দেন মানস ভুঁইঞা। বাতিল করেন দলের সব কর্মসূচি। দলের পক্ষ থেকে মৃত দুই কর্মীর পরিবারকে সব রকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলার নেতারা। হাসপাতালে মৃতদেহ দেখতে যান মানস ভুঁইঞা সহ জেলার একাধিক নেতা।