Written By শাজাহান আলি
রবিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুরের ১ ও ২ নম্বর ব্লকের বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী সভা করেন তৃণমূল প্রার্থী অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী । এদিন দাসপুর থানার ৯টি জায়গায় তিনি সভা করেন । দাসপুরের বাসুদেবপুর থেকে প্রচার শুরু করে, হরেকৃষ্ণপুর, সাগরপুর,সহ একাধিক জায়গায় সভা করার পর বিকেলে দাসপুরের গৌরাতে একটি শিক্ষক সংগঠনের কর্মী সভায় যোগ দেন তিনি । ওই সভায় দেব বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন পেলেও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা নেওয়া হয়নি । এক সময়ের বামেদের শক্ত ঘাঁটি দাসপুরে কোনও উন্নয়ন হয়নি, তাই রাজ্যের ও দেশের উন্নয়নের স্বার্থে আপনারা তৃণমূলকে ভোট দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আমাকে আর্শীবাদ করুন, যেন আমি জয়লাভ করতে পারি ।’ এদিন শিক্ষক সংগঠনের কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের শিক্ষকরা ।