Written By শাজাহান আলি
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত জোগাড় ডাঙ্গা এলাকায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে বুধবার সভার আয়োজন করা হয়েছিল । যার প্রচারে উপস্থিত হয়েছিলেন নুসরত জাহান । সভা শুরুর মুহূর্তে তিনি স্টেজে উঠতেই বহু মানুষের ভিড় হয়ে যায় সেলফি তোলার জন্য । যার মধ্যে বেশিরভাগই তৃণমূলের কর্মী সমর্থক । নিরাপত্তা কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছিলেন তাঁদের আটকানোর । কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে যায় । ছোট মঞ্চের ওপরেই বহু মানুষ উঠে যাওয়ার কারণে হঠাৎই মঞ্চ ভেঙে যায় । দ্রুত নিরাপত্তা কর্মী ও অন্যান্যরা নুসরতকে সামলে নেন । এই বিপত্তির জেরে সভা বাতিল করে দেওয়া হয় । তবে কেউ আহত হয়নি ।