Written By দেবাশিস সেনগুপ্ত
সকলের চেষ্টা স্বত্ত্বেও বাঁচানো গেল না প্রখ্যাত নৃত্যশিল্পী গায়ত্রী চট্টোপাধ্যায়কে। দীর্ঘদিন ধরে অসুস্হতার কারণে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার ভোর ৬টা'র সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। সকাল ১০টা নাগাদ তাঁর মৃতদেহ সিরিটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই রবীন্দ্রভারতীর নৃত্যকলা বিভাগের প্রাক্তন এই বিভাগীয় প্রধানকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতাল চত্ত্বরে হাজির হন অসংখ্য গুণমুগ্ধ ও ছাত্রছাত্রীরা। গায়ত্রী দেবীর লেখা নৃত্যকলা বিষয়ক বহু গ্রন্থ এখনও ছাত্রছাত্রীদের কাছে সমাদৃত।
29th May, 2019 11:54 am
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm