Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
সাত সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী শহরের পুরসভার সামনে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে পাত্রসায়ের থানার বারাসাত গ্রাম থেকে বাইকে করে বাবা অভিনাথ মণ্ডল ও ছেলে অভিজিৎ মণ্ডল সোনামুখী বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন। সেই সময় সোনামুখী পুরসভার সামনে বাঁকুড়া বর্ধমান রাস্তার ওপর প্রচণ্ড গতিবেগে যাওয়া পাত্রসায়ের গামী একটি ম্যাজিক গাড়ি সজোরে মুখোমুখি ধাক্কা মারে তাঁদের বাইকটিকে। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন অভিনাথ ও অভিজিৎ। গুরুতর জখম হন ২ জনেই। এই ঘটনায় জখম হন অশোক বাগদী নামে আরও এক পথচারী। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে অভিনাথ মণ্ডল ও অভিজিৎ মণ্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত পথচারী অশোক বাগদী আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। সোনামুখী থানার পুলিশ ঘাতক ম্যাজিক গাড়িটিকে আটক করেছে।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm