Written By দেবাশিস সেনগুপ্ত
‘বাংলার মহিলাদের অসম্মান কোনও ভাবেই মেনে নেওয়া হবে না’ বলে মন্তব্য করলেন সাংসদ তথা বঙ্গ জননী ব্রিগেডের চেয়ারপারসন কাকলি ঘোষদস্তিদার । বৃহস্পতিবার হাজরায় শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনির মধ্যে দিয়ে শুরু হল বঙ্গ জননী ব্রিগেডের প্রতিবাদ সভা । এই প্রতিবাদ সভার মাধ্যমে বাংলাকে অপমান করার বিষয়ে সোচ্চার হন সংগঠনের কর্মীরা। মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় এক ট্যুইট বার্তায় যেভাবে বাংলার ছেলে মেয়েদের বিরুদ্ধে অপমান সূচক কথা বলেছেন তার তিব্র প্রতিবাদ করেন বঙ্গ জননী ব্রিগেডের চেয়ারপারসন কাকলি ঘোষদস্তিদার । তিনি বলেন, ‘এই অপমান সূচক বক্তব্যের পাশাপাশি তিনি হিন্দি ভাষা শেখার ক্ষেত্রে যেভাবে মন্তব্য করেছেন তা বাংলার মানুষ ভাল মনে মেনে নেবে না । বিজেপি বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে । যাতে মদত দিচ্ছে আরএসএস । যারা ধর্মের নামে দেশ ভাগ করার চেষ্টা করছে । বাংলার বিপদে, বাংলার স্বার্থে মা বোনেরা আগিয়ে আসুন । সিপিআই এমও লোকবল,ও ভোট ধার দিয়েছে । সিপিএম ও বিজেপি একসঙ্গে হয়ে রাজ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হবে বাংলা ।’ অনুষ্ঠানে উপস্হিত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘রাজ্যে যখন সব জায়গায় মহিলাদের প্রাধান্য দেওয়া হচ্ছে সেই সময় বিজেপির বাংলার প্রতি এই অপমান সূচক ব্যবহার, ও বিজেপি নেতার মহিলাদের প্রতি এই উক্তির বিরুদ্ধে বাংলার মহিলারা প্রতিবাদ জানাবেন । বিজেপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়ে ভাগাভাগীর রাজনীতি করছে ।’ অবিলম্বে রাজ্যপালের পদ থেকে তথাগত রায়ের অপসারণের দাবি জানান উপস্থিত নেত্রীবৃন্দ।
6th June, 2019 02:26 pm