Written By ঋতিকা দাস
পুজো আসতে আর মাত্র ১২২ দিন বাকি। তাই সময় থাকতে থাকতেই পুজোর ছুটিতে বেড়ানোর প্রস্তুতিটা সেরে ফেলাই ভাল। আর এই প্রস্তুতি যাতে সবার ঠিকঠাক হয়, সেই উদ্দেশ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী এক পর্যটন মেলা, যা চলবে ৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত। প্রায় ১৫০টি'রও বেশি পর্যটন সংস্থা অংশগ্রহণ করেছে এই মেলায়। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারত, এমনকি বিদেশের ভ্রমণের সুযোগ সুবিধা এবং বুকিংয়ের সুগঠিত ব্যবস্থা রয়েছে এই সব ভ্রমণ সংস্থা গুলির কাছে। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওড়িশার ভ্রমণ সংস্থা গুলিও। এপ্রিল মাসে ঘূর্ণিঝড় ফণীতে বিধ্বস্ত হয়েছিল তীর্থস্থান তথা পর্যটকদের অন্যতম পছন্দের স্থান পুরী। কিন্তু সেই সমস্ত বাধা অতিক্রম করে দর্শকদের জন্য পুনরায় সেজে উঠেছে পুরী। আর এই সুখবরটি দিলেন পুরীর একটি হোটেলের কর্মকর্তা শান্তনু ঘোষ দস্তিদার। সমস্ত বাঁধা বিপত্তি পেরিয়ে নবরূপে পুরীকে ভ্রমণযোগ্য করে তুলতে পেরেছেন তাঁরা। কয়েক ঘণ্টার ঝড়ে বিধ্বস্ত হলেও নির্দিষ্ট সময়ের আগে পর্যটকদের কাছে এই ভ্রমণ স্থানকে গ্রহণযোগ্য করে তুলতে সক্ষম হয়েছেন তাঁরা। তাই পুজোর ট্রিপ যদি পুরীই হয়, তাহলে ঘোরার বা থাকার চিন্তা না করে নির্ভয়ে ঘুরে আসুন পুরী। তবে পুরি ছাড়া যদি অন্য কোথাও যেতে চান, তাহলে ঘুরে দেখে নিতে পারেন কাশ্মীর, গুজরাট এবং মধ্যপ্রদেশের পর্যটন সংস্থার স্টল গুলিও। যেতে পারেন থাইল্যান্ড বা ভুটান। সাধ্যের মধ্যে পছন্দের এক থেকে একাধিক বিকল্প ব্যবস্থাও পাবেন এই মেলায়। তাই আর দেরি কেন ? আজই ঘুরে আসুন পর্যটন মেলায়।