Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে লোকসভা কেন্দ্রের নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠকে যোগ দিতে এসে তৃণমূলের বাঁকুড়া জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,“দলের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, দলের মধ্যে যদি আভ্যন্তরীণ কোনো সমস্যা থেকে থাকে তাহলে নেতৃত্বের পরিবর্তন করে তার সমাধান হবে না। এতদিন অনেকে অঞ্চলস্তরে বা ব্লকস্তরে একক নেতৃত্বে দল চালিয়েছেন তাঁরা অনেকেই কর্মীদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরন না করে দাদা সুলভ আচরন করেছেন। আমাদের দলের অনেকের সরকারি ক্ষমতা ও আচরন কারো কারো চোখে লেগেছে। এই জায়গায় যে ত্রুটি গুলি আছে তা সংশোধন করতে হবে।তিনি এদিন বলেন, “আমি কোনো লিফটে উঠিনি, আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠেছি। মাত্র ৩মাস সময় দিন যদি ভুল ত্রুটি না সংশোধন করতে পারি তাহলে আপনারা আমাকে প্রশ্ন করবেন।” দলীয় কর্মীদের সংশোধন বার্তা দেওয়ার পাশাপাশি এদিনের পর্যালোচনা সভা থেকে একযোগে বিজেপি ও সিপিএমকে একহাত নেন তিনি। তিনি বলেন, “বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের ওপর যারা হামলা করছে তাঁরা একসময় ছিল বামেদের হার্মাদ। আজ তাঁরাই বিজেপির গেরুয়া জামা পরে নিয়েছে। আজ বিজেপিও বুঝতে পারছে তারা কারা।বিজেপির নামে তারা এখন এলাকায় এলাকায় নিজেদের দলীয় কার্যালয় খুলছে।” এদিনের সভায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূলের দলীয় কর্মীদের মনোবলকে চাঙ্গা করে দলের সংগঠনের কাজে মন দেওয়ার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী।