Written By দেবাশিস সেনগুপ্ত
দীর্ঘদিনের চাহিদা মতো পুরসভার পানীয় জলের দবি মিটলো বেহালার পুষ্পশ্রী আবাসনের । স্থানীয় বিধায়কের কাছে আবাসনের বাসিন্দাদের দাবি ছিল এলাকার জন্য একটি পানীয় জলের রিজার্ভার গড়ে তোলার । সেই মতো এলাকার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক উন্নয়ন প্রকল্পের টাকায় সেই কাজ বাস্তবায়িত হওয়ার ফলে খুশি পুষ্পশ্রী আবাসনের আবাসিক সদস্যরা । রবিবার রিজার্ভারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি আবাসন কমপ্লেক্সের মধ্যেই স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন তিনি ।
রাজ্য আবাসন দফতরের তত্বাবধানে বেহালার পুষ্পশ্রী আবাসনটি তৈরি হয়েছিল ১৯৮৫ সালে । তৎকালীন সরকার ৮ বিঘা ১১ কাঠা জায়গার ওপর এই পুষ্পশ্রী আবাসনে ১২টি ব্লকে ১৯২টি ছোট বড় ফ্ল্যাট তৈরি করে । পরে তা মালিকানার ভিত্তিতে বন্টন করা হয় । সেই সময় শহর কলকাতা ছাড়িয়ে দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত এই এলাকার উন্নয়নের কাজ চলছিল । বৃদ্ধি পাচ্ছিলো ফ্ল্যাটের চাহিদা । পরবর্তীকালে এই এলাকাগুলো কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত হলেও পুরসভার জল সরবরাহ থেকে বঞ্চিত ছিলেন আবাসিকরা । এতদিন পরে তাঁদের দাবি পূরণ হওয়ার জন্য সরকার ও স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন আবাসনের চেয়ারম্যান প্রদীপ কুমার চক্রবর্তী । তিনি বলেন, ‘এই ওয়াটার রিজার্ভারের ফলে আবাসনের ১৯২ টি ফ্ল্যাটের পাশাপাশি এই আবাসনের প্রায় ২ হাজার আবাসিক উপকৃত হবেন ।’
10th June, 2019 01:17 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm