Written By শাজাহান আলি
৩দিনের সদ্যজাতের মৃতদেহ বিক্ষোভরত ডাক্তার ও ছাত্র-ছাত্রীদের পায়ের সামনে রেখে বিক্ষোভ দেখালেন সদ্যজাতের পরিবার।ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে উত্তেজনা।সূত্রের খবর, ৩দিনের সদ্যজাতকে রাখা হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশেষ কেয়ার ইউনিটে। তিনদিন পর মৃত বাচ্চাকে পরিবারের কোলে ফিরিয়ে দেওয়া হয়। তাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। পরিবারের অভিযোগ, “বিশেষ কেয়ার ইউনিটে রাখা হলেও কেউ দেখভাল করে নি বাচ্চার। অথচ আমাদের কাউকে দেখার সুযোগও দেওয়া হয়নি। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু হয়েছে বাচ্চার।তাই ওই শিশুর দেহ বিক্ষোভরত ডাক্তার, ছাত্র-ছাত্রীদের পায়ের সামনে রেখে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি আমরা।”