Written By মনা বীরবংশী
নারকীয় অত্যাচার এক গৃহবধূকে । স্থানীয় সূত্রে জানা গেছে, নৃশংস ভাবে অমানবিক অত্যাচার করে চোখে রড দিয়ে খোঁচা দিয়ে ও নোড়া দিয়ে দাঁত ভেঙে গৃহবন্দি করে অন্তঃসত্ত্বা বধূকে পুড়িয়ে হত্যা করেছে শ্বশুর বাড়ির সদস্যরা । ঘটনাটি বীরভূমের নানুর থানার মোহনপুর গ্রামের । মৃতার নাম সরস্বতী মেটে । বর্ধমানের কেতুগ্রাম থানার বাসিন্দা সরস্বতী মেটে’র সঙ্গে বছর খানেক আগে বিয়ে হয়েছিল মোহনপুরের বাসিন্দা অমল মেটের । মৃতদেহ নিয়ে আসা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে । ঘটনার তদন্ত শুরু করছে নানুর থানার পুলিশ ।
18th June, 2019 01:25 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm